শয়তানের খোরাক।।। 100 হাত দূরে থাকুন।

আমরা বর্তমানে বাস করছি চুড়ান্ত ভয়ঙ্কর এক পৃথিবীতে। এমন এক পৃথিবী, যেখানে আপনার হাতের মুঠোফোন দিয়েই যেকোন ওয়েবসাইট থেকে যেকোন ভিডিও চালানো যায় অনায়াসেই ।
পর্নোগ্রাফী ইন্ডাস্ট্রি বর্তমানে একটি মাল্টি-ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি! যার উদ্দেশ্য এবং কাজই হল প্রত্যেককেই যেন, কোন না কোনভাবে এর ভোক্তা বানানো হয়, সেটা নিশ্চিত করা। এবং প্রতিটা নারী-পুরুষ ও শিশুর সামনে এইগুলো উন্মোচিত করা। আর তারা আশা করে আপনিও দেখবেন, আসক্ত হবেন এবং পরিণত হবেন আরও একজন ভোক্তায়!
এটা…এটাই হল আমাদের সমাজকে দেয়া পর্নোগ্রাফীর উপহার। এটা তৈরী করছে অমানুষ, মানুষকে পরিণত করছে পশুতে, যৌনবিকারগ্রস্ত মানুষে। এবং আপনাদের মধ্যেই দূর্ভাগ্যক্রমে কারও কারও এই আসক্তি রয়েছে এবং আপনারা এসব জঞ্জাল অনলাইনে দেখছেন। আপনারা দেখেন আবার নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইস বা অ্যাপ এ সেইভ করে রাখেন এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর খারাপও লাগেনা। কেননা আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহনযোগ্য ধরে নিয়েছেন। হয়ত মাঝেমধ্যে আপনার এনিয়ে একটু অনুশোচনা হয়, কিন্তু আবারও ফিরে যান এসবে।
এটা একটা যুদ্ধ। এবং এই যুদ্ধ যেকোন সামরিক যুদ্ধের চেয়েও ভয়ংকর। এটি সেই যুদ্ধ যা কীনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে… আর আমি জানি, আপনাদেরই কেউ কেউ আছেন যারা এটা বন্ধ করার চেষ্টা করেছেন, তারপর আবার ফিরে গেছেন, আবারও চেষ্টা করেছেন, আবারও ফিরে গেছেন। বারবার ফেঁসে যাচ্ছেন এই চক্রান্তে। তারপরও যুদ্ধটা চালিয়ে যান, এর জন্য যা প্রয়োজন করুন…
—> কখনও একা থাকবেন না।
—> সবসময় ভাল বন্ধুর সাথে থাকুন।
—> বাসার বাইরে থাকুন।
—> অন্য কোথাও গিয়ে পড়াশোনা করুন।
—> লাইব্রেরী চলে যান আর সেখানে পড়াশোনা করুন।
—> এমন কোথাও চলে যান যেখানে আপনার আশেপাশে আরও মানুষ থাকবে।
কারণ যখনই আপনি একা থাকেন,শয়তান আপনাকে পেয়ে বসে। আর আল্লাহর ভয় যদি আপনার জন্য যথেষ্ট না হয়, তবে অন্তত মানুষের ভয়ে যদি কাজ হয়। অন্তত নাই মামার চেয়ে তো কানা মামা ভাল?…
আপনি হয়তো ভাবছেন, দেখলে ক্ষতি কী? কিন্তু জানেন…আসলে কী হচ্ছে? ভেতরে ভেতরে আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে! আপনার ভেতরে আর আত্মার কীছু বাকী নাই। আপনার সালাত হয়ে গেছে অন্তঃসারশূণ্য। এবং সেসময় আপনি একটুও চোখের পানি ফেলতে পারেন না, কেননা আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে। কারণ হল সেইসব নোংরামী, যা আপনি দেখে আসছেন এতদিন ধরে।তারই ফলাফল। এগুলাই আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে।
যার ফলে, আপনি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারেন না, যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায়- আপনি যেন দেখেন একটি মাংসপিন্ড হেঁটে যাচ্ছে। আপনি আর তাকে একজন মানুষ হিসেবে দেখতে পাননা যাঁরও রয়েছে সম্মান পাওয়ার অধিকার। আপনার দুচোখ সর্বদাই নিরীক্ষন করে বেড়াচ্ছে প্রতেককে, প্রতিটা বস্তুকে। সারাটাক্ষন আপনি হাঁ করে তাকিয়ে থাকেন, চেয়ে থাকেন, চোখ নামিয়ে নিতে আপনার রীতিমত কষ্ট হয়!
যখন আপনি সাবওয়েতে কীংবা ক্যাম্পাসে,অথবা যখন কর্মক্ষেত্রে, নয়ত রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি পারছেননা নিজেকে সংযত রাখতে। হয়ত একটা বিলবোর্ড এর দিকে তাকালেন, আপনি দ্বিতীয়বার ফিরে তাকান, তৃতীয়বার তাকান! এমন একটা সুযোগও আপনি হাতছাড়া করেন না যা দিয়ে আপনার অন্তরটা কলুষিত হয়। আপনি পরিপূর্ন ভাবে একজন আসক্ত ব্যক্তি।

No comments

Powered by Blogger.