তুমি সেইতো তুমি,,,,,, হ্যা আমি বুঝতে পারি,,,,, তুমি আছো, আমার চার পাশে,,, হ্যা তুমি আছো আমার আধার রাতের আলোর শিখা হয়ে,,,,,, আমার একা থাকার মাঝে আলো ছায়া হয়ে,,,,,,, আমি বুঝতে পারি,, আমি অনুভব করতে পারি,,,,, শুধু পারি না সব টা ভুলে যেতে,,,,,, শুধু পারি না চিৎকার করে বলতে ,,,,,, আমি ভুলতে চাই,,আমি সব টা ভুলতে চাই ।। তুমি কেন বার বার ফিরে আসো ???? যাও চলে যাও আমার সীমানা ছারিয়ে,,,,,,

No comments

Powered by Blogger.