এখানে ১ থেকে ১০ টি কৌতুক আছে।100 % মজা পাইবেন ।
![]() |
| jokes.funetube |
গিয়ে বল্টু বিষ খেয়ে নিলেন।
....বললেন,
নে এবার রক্ত খা, খেলেই মরবি।
.
●বল্টু : আমার একটা সমস্যা
হচ্ছে।
ডাক্তার : কি..?
বল্টু : যখন যার সাথে কথা বলি তাকে
দেখতে পাইনা।
ডাক্তার : কখন এরকম হয়..?
বল্টু: যখন ফোনে কথা বলি।
.
●জেলকর্তা : কাল তোমার ভোর ৫
টায় ফাঁসি হবে।
এটা শুনে বল্টু হেসে ফেললেন।
জেলকর্তা : হাসছ কেন..?
বল্টু : আরে ধুর !
আমি সকাল ৯ টার আগে উঠিই না।
.
●বল্টু সবজি কিনতে বাজারে
গেছেন.....
সবজি ওয়ালা সবজির ওপর জল
ছেটাচ্ছিলেন। তা দেখে বল্টু
কিছুক্ষণ চুপ করে দাড়ালেন।
একটু পরে বললেন, ''ওদের জ্ঞান যদি
ফিরে আসে, থাহলে ওখান থেকে এক
কিলো দিয়েন
তো।"
.
●বল্টু এটিএম থেকে টাকা
তুলছিলেন। পিছন থেকে আরেকজন
বললেন, "হে...হে ! আমি
আপনার পাসওয়ার্ড দেখে নিয়েছি,
ওটা
হলো চারটে অ্যাসটেরিকস (****)
বল্টু : 'হাহা ! আপনি ভুল,
ওটা হলো ২৭৮৬'
.
●পুলিশ : আপনি বিবাহিত..? বল্টু
: হ্যা, একজন মহিলার সাথে।
পুলিশ : আরে ! সেতো বটেই, কেউ কি
ছেলের সাথে বিয়ে করে নাকি..?
বল্টু : হ্যা ,করেছে তো ! আমার
বোন।
.
●হাসপাতালে নার্স : অভিনন্দন,
আপনার ঘরে ছেলে হয়েছে।
বল্টু : আরিবাবা ! কি টেকনোলজির
যুগ, বিবি
হাসপাতালে আর আর ছেলে ঘরেই
হলো ।
.
●বল্টু একটা মাছির ডানা কেটে
দিয়ে তাকে উড়তে বললেন, কিন্তু
মাছি
উড়ল না।
বল্টু : তাহলে এখান থেকে
প্রমানিত হলো যে, ডানা কেটে
দিলে
মাছি শুনতে পায় না।
.
●ম্যারাথন দেখতে গিয়ে বল্টু :
আচ্ছা এত লোক দৌড়াচ্ছে কেন..?
ব্যক্তি : এটা ম্যারাথন হচ্ছে, সবাই
দৌড়াচ্ছে, চ্যাম্পিয়ন পুরস্কার পাবে।
বল্টু : শুধু চ্যাম্পিয়নই যদি
পুরস্কার পায়, তাহলে বাকিরা
দৌড়চ্ছে
কেন..?
.
●বল্টু একটা পিজ্জা অর্ডার
দিয়েছেন।
বেয়ারা : স্যার, এটাকে আট পিস করব,
না চার পিস..?
বল্টু : চারই করে দে, আটটা বড্ড
বেশি হয়ে যাবে, খেতে পারব না...।।
হা হা হা

No comments
Post a Comment