গুগল এডসেন্সে আতিরিক্ত পরিমানে ইনকাম করা যায়? কিভাবে অতিরিক্ত সিপিসি, আরপিএম বারানো যায়।
আসসালামু আলাইকুম , আজকে আমরা জানবো কিভাবে গুগল এডসেন্সে আতিরিক্ত পরিমানে ইনকাম করা যায়? কিভাবে অতিরিক্ত সিপিসি, আরপিএম বারানো যায়।
বর্তমানে যারা এডেসেন্সে নিয়ে কাজ করে থাকে, তারা কম বেশি সকলেই সিপিসি, সিটিআর, আরপিএম এর সাথে পরিচিত। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে উপার্জনের ক্ষেত্লে অনেকেই এই পদ্ধতি বেছে নিয়েছে।
সিপিসি কি?
সিপিসি বলতে বোঝায় কস্ট পার ক্লিক । অর্থা আপনার সাইটের এডের উপর ভিত্তি করে যে পরিমান রেভিনিউ বে সেটিই সিপিসি। আপনার সাইটের ক্লিক রেটের উপর ভিত্তি করে আপনি আপনরি আয়ের পরিমান বাড়াতে পারেন। তবে ইংরেজি ভাষাতে অতিরিক্ত ট্রাফিক সহ ক্রিক রেটও বেশি হয়ে থাকে। যদি অপনি কোন টাের্গেট কাট্রি ভেদে করে থাকেন তবে ইনকাম আরও বাড়বে।
সিটিআর কি?
সিটিআর এর ফুল অর্থ হলো ক্লিক থ্রু রেট। এর মানে হলো আপনার ওযেবসাইটের শতকরা যে পরিমাণ ভিজিটর আসে তার পার্সেন্টন্স এড ক্লিক এর উপর নির্ভর করে। উদাহরণ হিসেবে আপনার ওয়েবসাইটে ৭১-১০০ জনের মধ্যে ১০-১১ জন এড-সে ক্লিক করলো, তেখন আপনার সিটিআর দারাবে ১০%। আর যদি এর চেয়ে কম সংখ্যক লোক ক্লিক করে তাঞলে সেটির উফর নির্ভর করে আপনার সিটিআর দেওয়া হবে।
আরপিএম কি?
আরপিএম এর অর্থ হলো রেভিনিউ পার মাইল। আরপিএম দ্বারা বুঝানো হয় আপনার ওয়েবসাইটে প্রতি ১০০০ ভিউজে য়ে পরিমাণ রেভিনিউ দেয়। এতে গুগল আপনাকে কত টাকা পেমেন্ট করবে। আরপিএম এবং সিপিসি এই ২টার ইনকামই সব্বোর্চ এবং ভিন্ন হয়ে থাকে।
উপরো্তি বিষয় গুলো থেকে আসা করি আমরা সিপিসি, আরপিএম ইত্যাদি সম্পর্কে বেসিক ধারনা পেয়েছি।
যেহেতু আমরা এইবিষয় গুলো জানতে পেরেগেছি তাই আমরা এখন বুঝতে পারবো কোন বিষয়ের উপর বেশি ফোকাস করলে আমাদের আয়ের পরিমাণ বাঢ়াতে পারবো। এসব বিষয় গুলোর উপর সঠিক ভাবে লক্ষ না রাখলে আপনার আয় বাড়ানো সম্ভব হবে না।বরং বেশি ভুলের জন্য আপনার এডসেন্স একাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে।
আপনি আপনার সিপিসি, সিটিআর, আরপিএম এর মোট যোগফল বের করে আপনার আয় বৃদ্ধি এর একটি ভালো ধারণা পেয়ে যাবেন। এটা খুব কঠিন কাজ বলে মনে হতে পারে, তবে এটি খুবই সোজা।
আপনাকে সিটিআর আরপিএম সিটিসি ইত্যাদি সম্পর্কে সঠিকভাবে জ্ঞান থাকতে হবে এবং এগুলোর সঠিক হিসাব নিকাশ জানা জরুরী। তাহলে আপনি আপনার এডসেন্স দিয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং এডসেন্সের কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে এ সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন। চলুন হিসাব গুলো শিখে নেই।
গুগল এডসেন্স থেকে ইনকাম করার পদ্ধতি:
গুগল থেকে ইনকাম করার ভালো কিছু মাধ্যম হলো ব্লগিং, ইউটিউবিং করা। তবে এসব আপনি খুব সহজে পাবেন না। এর জন্য আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে।তবে এগুলো খুব একটা কঠিন কাজও নয়।
গুগল থেকে যারা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রচু পরিমান ইনকাম করতে চান, তারা আমার মতে ব্লগিংটাকে বেছে নিতে পারেন।তাই যারা গুগল থেকে ইনকাম করতে চাচ্ছেন বা গুগল থেকে আয় করতে চান তারা অবশ্যই নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করবেন এবং সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করে যাবেন আশা করি আপনি খুব সহজেই সফল হয়ে যাবেন।
গুগোল এমন একটি প্ল্যাটফর্ম এখানে কেউ যদি সঠিক ও সৎ উপায়ে কাজ করে তাহলে তার ইনকাম করার সম্ভাবনা বেশি থাকে গুগল থেকে আপনি খুব সহজে, ব্লগিং বা ইউটিউব এর মাধ্যমে ভালো একটি টাকা ইনকাম করতে পারেন।
1 comment
Very beautiful article about google adsense CPC CTR and RPM.
Wish you all the best.
Post a Comment